এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

মিছিল :জ্যোতির্ময়



           
     
                     ©অচেনা পথিক             
                           (জ্যোতির্ময় )

সামনে ভোট ,রাস্তা জমাট
দলীয় পতাকা হাতে শ্লোগান ,
সঙ্গে প্রতিশ্রুতির একফালি আশকারা l
শুধু "বোতাম টিপে এই চিন্হে ভোট দিন "
কয়েটা পুলিশও দিচ্ছে পাহারা l

যানজটে আটকে নারী সন্তান সম্ভাবনা
লাইন যে অন্তহীন ,প্রসবের যন্ত্রণা l
"জিতলে উন্নয়নে ভরিয়ে দেবো "
চাকরি পাবে সবাই
এ কেমন মন্ত্রণা ?

"গরিবী হাটাও "ঝরেছে আগুনের বাণী
ভ্যাবাচ্যাকা কয়েকটা মুখ
এক বেলা খেয়েই দিন কাটে
কি হবে শুনে এই রূপকথার কাহিনী ?
"চাকরিটা বাঁচতে হবে "
বেকারত্ব কাটল বুঝি .
তাই তুলেছি হাত ....
"বাবু দুটো টাকা দেবেন খাবো একটু শুধু ভাত "l

স্লোগানে ভরে গেছে আকাশ বাতাস
ভোটের সমাগম ,
"সমাজে ঠাঁই কি পাবে ?
ধর্ষিত যে আমার বোন "
     শাস্তি অপরাধীর l
পেটের দায়ে শরীর বিক্রি
স্বামীর অপেরেশন l

হচ্ছে সব ঠিকঠাক ,সব নিয়ম মাফিক ,
যা করছে নেতা ...সব ঠিক ?
আইন যে শুধু মোদের জন্য
টাকার অভাব তাই স্কুল ছুট
 অভাগিনী মা আমার পায় না অন্ন l
মিছিলে আগুন ঠিক জ্বলছে
       বিবর্তনে  সমাজ
 শুধু যে আলো  বড়ই অভাব l l

কোন মন্তব্য নেই: