এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

আবদার



গ্রামে ফেরিওয়ালা এসেছে
অনেক ধরণের চুড়ি ,মালা
চুল বাঁধার ফিতে,নেলপালিশ ,
ছোটোদের খেলনাপাতি  ,চিরুনী
সেভটিবিন ,আরো অনেক কিছু
রকমারী জিনিসে ভরা তার দোকান
গ্রামের প্রায় সব মহিলা
বিশেষ করে মেয়েরা  দলবেঁধে
ঘিরে ধরেছে তাকে
কেউ বা চুড়ি,কেউ বা চুল বাঁধার
 ফিতে ,কেউ বা সেভতিবিন
নিচ্ছে বোতাম না থাকা
জামায় লাগাবে বলে

"মা মা আমি ওই পুতুল টা
নেব !দাও না !"
ভিড়ের এক কোণে বসে থাকা
ছোট্ট মেয়েটি তার মা বলল
"না ওসব নিতে হয় না  মা
তোর তো বাড়িতে ভুলু আছে৷"
"না ওটা নো্ংরা  ....আমি নেব "
বলে কান্না শুরু করল
"চ এখান থেকে "
টেনে হিঁচড়ে নিয়ে গেল তাকে
সেতো জানেনা
দিন আনা দিন খাওয়া
দিন মুজুরের জন্য যে
ওসব নয় ...
একশো টাকা দিয়ে কিনলে যে
কাল ওদের  না খেয়ে থাকতে হবে ...

অচেনা পথিক
27/12/15

কোন মন্তব্য নেই: