এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

বাস্তবতার মাঝে বাস্তবতা



বাস্তবতার মাঝে বাস্তবতা
**********************

সাদা ক্যানভাসে গল্পে ভরা
অভিনয় ...কল্পনার মৃত্যূ ,
সর্বদা পিছুটানের আকর্ষণ
কংক্রিটের শব্দে জরাজীর্ণ
খুদার্ত্ অস্তির ভাঙ্গা পিঞ্জরা
"স্বপ্ন সবাই দেখে ,দেখাটা কি অপরাধ ?"
তবুও বাধ্য হয় মরীচিকার অনুসরণে
ডাক আপিসের ডাস্টবিনে
অশরীরীর কান্না "মুক্তি চাই " l
ফুটপাতের ধুলোয় মরচে ধরা
হাতিয়ারে রক্তহীন রুদ্বশ্বাস
পর্ণমোচীর পত্র ফলন
ঝেড়ে ফেলেছে সঞ্চিত উপক্ষার
তপ্ত রোদে যে মাঠ পুড়বেই
মাটি ফেটে কাঠ .....আত্মহত্যা করে
চাষী ....হাটের পণ্য যে
 সমুদ্রের জলে ভেসে গেছে l
সোনালী ফসল ঘরে আসুক বা না আসুক
আজ নবান্ন l
নদীর স্রোতে ভেসে আসা গলিত লাশ
মেয়ের অপমানে পিতা মমির পুতুল
নিরুপায় সে ...বাঁচতে সেও চায়
মা দেয় ছেলের মুখে আগুন
তবুও সৌরজগতের সবুজ গ্রহে
প্রাণ আছে ....থাকবে
ভগবান শুধু নির্বাক l

                   অচেনা পথিক
                 (জ্যোতির্ময় )

কোন মন্তব্য নেই: