এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

মনে কি পড়ে


"মেঘ কোথায় যাও ?"
হিমালয়ে নাকি মৌসুমী বায়ুর
প্রতাবর্তন বঙ্গোপসাগরে ?
"বৃষ্টি হয়েছে ?...ভিজেছে আমার
মরু উদ্যান ...একটু ?
বৃষ্টি হলে আমার জানলায় জল জমে
ঝাপসা হয় আকাশটা ....
শুষ্ক ধান দুর্বা শিউরে উঠে আচমকা

ভালোবাসা যে অসম্ভব ইচ্ছার
মুক্তি ,খোলা রূপকথার দেশে
মেঘের ভেলায় উড়ে বেড়ানো
পাশে থাকা ,একটু শুধু খেয়াল
ক্লান্ত মনের একটু পাশে দাঁড়ানো l

কথা অযথা জমেছে কবিতায়
মাঝ রাতের ফোন আজ নিশ্চিতে ঘুমায়
হাজার তারার মাঝে খুঁজছি
অজানা প্রশ্নের উত্তরে ...
উল্কা খসে পড়ে যায়
মনে কি পড়ে আনমনে আমায় ?
       ভুল করেও একবার ?
কি করবো বলো ?
বেসেছিলাম যে ভালো  তোমায়
স্মৃতিরা  মনের জানলায় এসে দাঁড়ায়
                  যে বারবার l

কোন মন্তব্য নেই: