হ্যাঁ তোমাকে এভাবেই চাই ,যেমনটা আছো
আমার পৃথিবী জুড়ে ...।
টুকরো স্মৃতির নস্টালজিক মন
ঢাকুরিয়া লেক বা সায়েন্সসিটি ,
ইকোপার্ক কিংবা ভিক্টোরিয়ার বাগানে
উষ্ণ চুম্বনে ..আলিঙ্গনে জমে প্রেম ।।
ক্ষণস্থায়ি অভিনয় ।
নাহ্ গো ওটা আমার চাওয়া নয়।।
আমার জানালায় কাঁচে কুশায়ার ভোরে
রোজ শিশির জমে ..শিউরে উঠে ক্লান্ত শরীর
দূর্বা ঘাসে ছুঁয়ে যায় আমার গভীর ।।
রং বদলানো বাস্তবতায় ,মৃত্যুর অভিযান
ঘুনধরা সমাজের বুকে ,বোকাবাক্সে আটকে প্রাণ ।।
ঘুমহীন রাতে হতাশার হাতছানি
ঝাঁপসা আলোয় ,ভাঙ্গা আয়নাখানি ।।
ঘড়ির কাঁটায় ,থমকে যে গেছে সময় ।।
অনুভতিগুলো যখন আরো অনুভবময়
অব্যক্ত কথাতে ..কবিতার খাতাতে।।
কাছে কিংবা দূরে শত সহস্র বছর জুড়ে
ঠিক এভাবেই তোমাকে আমি চাই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন