এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

তোমায় ভালোবেসে





     

কাল বা পরশু  তুমি অবশ্যই বুঝবে
কেন পৃথিবীর বুকে ক্ষত বিক্ষত ভঙ্গিল পর্বতের
উত্থানে ..ভুমিকম্পে শিউরে উঠে শরীর ?
চাঁদহীন আকাশের বুকে নামে অমব্যসার গাঢ় অন্ধকার ?
 সময় বদলে গেছে ..বদলে গেছে চারিদিক
অভিনয় মানেই  এখন  বেঁচে থাকা ।।
অভ্যেসে দাস আমিও,আসলে যে পাল্টে
যায় না কিছুই বদলে ফেলাই বেঁচে থাকা ।।

একাকিত্বের ঘুমহীন রাতে ..হয় না প্রভাত
যন্ত্রনাগুলোকে  ওভারলেপ করে নিকোটিনের আবেশ ।।
মুক্ত এ মন ,বদ্ধ সিলেবাসে ,দেয় স্লোট এক্সাম
ঝাঁপসা আলোয় পথ খুঁজি,কই পথ পেলাম??
ভবিষ্যৎটা  মরিচীকা ..তবুও চলা ।
      তোমায় ভালোবেসে ..।।
বদলে ফেলে ..বদলে নেওয়া
হাসি খুশির আর মিষ্টি অভিমানের অভিনয়ে ।।

কোন মন্তব্য নেই: