এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

লেখা



রাত আমার শরীরে নেমে আসে তারপর।

আমিও প্রেমিক হয়ে উঠি মাঝে মধ্যেই
নখের আচর বুকে তার,মরুভূমি।
আবেগ বিক্রি গেছে বিজ্ঞাপনে।স্বপ্ন কমদামি...

এরপর দেশভাগ হয়ে যায়।অভিমান কাঁটাতার
ইমিগ্রেশন পেরিয়ে দেখি ,সেও পর!

সে অবহেলায় বাড়িয়ে দেয় শুধুই বারুদ
চোখ ভিতর চোখ তার,আমিও অচেনা খুব

ভুলে যাওয়ার স্বভাব এখন ভীষণ।একুশে আইন।
কাশ্মীর হয়েছে মন।বুকের ভিতর প্যালেস্টাইন ।

আমিও প্রেমিক হয়ে উঠি মাঝে মধ্যেই তারপরও
                     ভেঙে যাওয়া কোনো সংসার...তার।


  #জুঁই(২০)

কোন মন্তব্য নেই: