এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

গতি পথ



রাত্রিগুলোকে সাজিয়ে রাখি ল্যাম্পপোস্টময় বিজ্ঞাপনে ।
কোলবালিশ জড়ানো চিবুক গল্প জড়ানো এক একটা স্বপ্নে ।।
"বিন তেড়ে এক পল জিয়া নেহি অব যায়ে সানাম "
শিশির ছুঁয়েছে ঠোঁট ,"হাম নেহি রেহে হাম" ।।

রোজ পৃথিবী সাজে কোনো না কোনো গল্পে
রোজ এগিয়ে গিয়ে ফিরে দেখা ,স্বপ্ন সাজাই স্বল্পে ,
বালির উপর ছককাটা জীবন যাপন ।
ছায়াপথে নেমে গেছে জানালার কাঁচে ,তুমি'ই তুমি তখন ।।

কিছুটা আলোআঁধারি যদিও চারদেওয়ালে ।
তবুও ছায়া নেমে আসে ছায়ায় ,ধানজমি আলে ।।
আমার আকাশে আরও একটা আকাশ সাজে ।
"তুমি/তুইএ" দেখি "আমার আমিও" মিশে গেছে ।।

কোন মন্তব্য নেই: