এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জুঁই







         (১)

সেকোনো এক ডাকনামের মত প্রিয় ,
চোখের খাতিরে ,পারলে চিনে নিও ।।

চুলের ভাঁজে ভাঁজে,যদি কেউ ভেজে ,
ঠোঁটের অস্কারাতে ,চুমুও নীল রঙে সাজে ।।

হয়তো আজগুবি ,কিংবা মনখারাপি বিকেলে
প্রচ্ছদ হয়  ছবি তার ,ভুল এঁকে দিলে ।।

            (২)
সেবার মানচিত্র এঁকেছি ,অক্ষাংশে বিশাল রোদ্দুর'এ ।
নিরুদ্দেশ হয়নি শঙ্খচিল ,ভুল প্রেমে ।।

রোজ বুলেটে রক্তমুখী সংগ্রাম,বদলে ফেলা ।
এদেশ তারও নয়,ধর্ষিত রোজ কেউ না কেউ,বন্ধ এখনো সেই "পশ্চিমের জানালা"।।

কিংবা আত্মঘাতী বোমায় ভেসে গেছে রাজপথ।
কবিদের মৃতদেহে থুঁতু দিয়ে কবিতার বাঁচার শপথ ।।

তবুও ভোরে সূর্য উঠে ,তাঁতির শেষ বানানো বেনারসী,
শাড়ির সুতোয় মন বাঁধানো,নিঃস্ব হয়েও ভালোবাসি ।।

কোন মন্তব্য নেই: