এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

বুঝে নিতে হয়





     

সব কথা কি কখনো মুখে বলা যায় ?
প্রবালদ্বীপের অবস্থান সমুদ্রে কতটা গভীরতায়?
জানো কি ?
আগ্নেয়গীরির অগ্রে যে হিরক খনি
মৃত পৃথিবীতে মরিচীকার হাতছানি ।
ক্ষুধার্ত হায়নার মুখে হরিণীর মাংস ।
তুমি ও আমি ..সবাই টাইম মেশিনের
চাকায় আটকে ..সবাই যে খুব ব্যস্ত ।।

এখন অন্তর জালকের জড়িয়ে যায় পাঠানো চিঠি।
একসাথে ..একাকিত্বে উষ্ণতা বাড়ায় অনুভুতি ।।
সব কথা জমে গভীরে ..
নদী হয়ে ভেজায় আমার পৃথিবী ।
সব কথা কি মুখে বলা যায় ?
কিছু কিছু কথা জীবন পথে চলতে চলতে
ও গো বুঝে যে  নিতে হয় ।।

কোন মন্তব্য নেই: