আমার শরীরে হাজার উল্কা পাতের ক্ষত ,
গলন্ত লাভায় কাগজের নৌকা ভাসাই ,
দালনা রোদে নিরব মন হাসে
দূর্বা ঘাসে বৃষ্টির ছোঁয়া পাই ॥
গভীর থেকে আরও গভীরে
আরও একটু নিচে কলশিতে রাখা জল ,
সিলিং ফ্যান ঘুম পারিয়ে গেছে
বারুদ কেন জ্বালায় ওরা বল ?
আমি নদীর মতো চলেছি বয়ে
মোহনার কাছে হঠাৎ বালুচর
কত আপন ছিল উষ্ণ চুমু গুলো ,
কথা বলার মুহূর্তরা হয়ে গেছে পর ॥
তবুও নদী হয়ে ,তোমার শহর বেয়ে চলি
আমার পৃথিবীর বুকে তোমার রঙ তুলি ।
চাঁদের গায়ে এঁকে রাখা স্বপ্ন
তোমার কক্ষ পথ হয়ে ঘুরে
দূরে আরও হয়তো কাছে
গাইছি বুঝি গান আবার তোমার সুরে ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন