এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

এবং শেষ থেকে



পাহাড়ের গাঁয়ে মৃত ফসিলস জেগে উঠে ,
অর্কিড জড়িয়ে থাকে শিলা লিপি ।
বদলে যায় প্রেমের সংজ্ঞা ,হৃদয় ভাঙে ,
আছড়ে পরে ঢেউ সমুদ্র তীরে ,
কাঁচ ভাঙ্গা ফটো ফ্রেমে দু এক ফোটা বৃষ্টির ক্ষত চিহ্ন ,
গভীর চোরা বলিতে চাওয়া পাওয়া ,
তলনা খুঁজে পায় না ভালোবাসা ,
বালিশের নিচে রাত কাঁদে ।
এবং জানালায় রোদ আসে ,
নেগেটিভ স্লোপে গোলাপ ফুটতে থাকে .... ।।

কোন মন্তব্য নেই: