এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

বেশ ভালো আছি



বেশ ভালো আছি এখন
রক্ত উঠে মুখে ,ঘামের গন্ধে পারফিউম ....
নিকোটিনে প্রহর কাটে ,ঝাঁপসা পৃথিবী
চশমায় আটকে থাকে আমার আকাশ ॥
দীর্ঘশ্বাসে ঝেড়ে ফেলি অভিমান ...
ভালোবাসি তবুও
শিউরে উঠে শরীর মাঝে মাঝে ,
নস্টালজিক মন ,হিমালয়ের গায়ে ফসিলস ॥
বেশ ভালো আছি এখন
   থার্মোমিটারে নীল ঠোঁটের  উষ্ণতা
বাড়তে বাড়তে জ্বর একশো চার .... ॥

কোন মন্তব্য নেই: