এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

আমার কথা (১৬)



আমি বেরসিক ,আমি প্রেমিক নই হয়তো
হয়তো প্রেম পায় না আমার
আবেগে ভেসে গেছে তীরে বাঁধা যে নৌকাখানি
গোলাপ সাজানো সজ্জায় প্রেমের লাশ ... ।
আমার বুকে একমুটো ভাতের স্বপ্ন সাজানো
বেঁচে থাকাই যথেষ্ট ,বাউল মন ... ।
বারুদের গন্ধ অতিপরিচিত ,ফেরমেন মিশে যায় ঘামে ॥
যদি ভালোবাসো আমায় ,কষ্ট পাবে
হিসাব আমি বুঝি না চাওয়া পাওয়ার ,
আমি মুক্ত আকাশ সাজাই একটা পৃথিবী বানাবো বলে ।
    তবুও বারবার আমি কাঁচের খাঁচায় আটকে যাই ,
আমার মাঝে আমিকে রোজ ট্রাম বাসের ভিড়ে হারাই ॥

কোন মন্তব্য নেই: