এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

কালবৈশাখী



বসন্ত তো ফিরে গেছে
কত ফুল ফুটে ছিল না ?
 সেই কবে অজান্তে ঝরে গেছে ফুল
কর্কটক্রান্তি রেখায় সূর্য্যের প্রদর্শন
"নাহ আর থাকা যায় না জ্বলছে
শরীর ...জ্বলছে সব ...নদী শুষ্ক "
জলীয় বাষ্প যেমন লীন তাপে
অবস্থার পরিবর্তন ....সমাজেও
মিশে গেছে কয়লা কালো ধোঁয়া
আর অ্যাসিড বৃষ্টি হয় মাঝে মাঝে
গ্রীষ্মের দহন তাপে পুড়ছে রাত
নিদ্রাহীন  তনুর দুচোখে আতঙ্ক অশনি সংকেত ...
একটা ধূসর আবছায়া ...
"এই বুঝি আমার পালা .."l

আকাশে মেঘ পুড়ে গেছে ...
মৌসুমী বায়ু মুখ ফিরিয়ে চলে গেছে তবুও একটাই প্রত্যাশা
কালবৈশাখী আসবে ....
উড়ে নিয়ে যাবে সব ...রাস্তায় অনেক ধুলো
কলায় কালো আবর্জনা নিয়ে যাবে
হিমালয়ে ...আর শীতল মেঘে হবে বৃষ্টি l l

কোন মন্তব্য নেই: