এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

লক্ষ্মীটি







Reply of  লক্ষ্মীটি (দৃষ্টিকোণ)




তুমি কি খুব বিরক্ত করছো বলেছি কি তা তোমায়
হয়তো তোমার খুব প্রয়োজন  তাই লেগে থাকো চোখের তারায় ।।
তুমি বলে দিতে পারো আমায়
কেন মিশে যাও আলো ছায়ায় ।
আমারও মন ভাঙ্গে ,চোখে আসে জল
অভিমান আমারও তো হয়
       অভিমান আমার তো হয় ।।


যদি মিঠে ভরা কোনো শুকনো ফুল ,
যদি সব সত্যিই মিথ্যে হয় ভুল ,
লক্ষ্মীটি বলছি শুনো ঘাড় নেড়ে,
চলে যেতে পারো  তবে ছেড়ে ।।


এত কথা বলো, কৈ আমার ত কথা বলো নি ,
কেন চুপ থাকি সারাক্ষণ ?কৈ তুমি'ত একবারও বুঝতে চাওনি ।
তোমারই অভিমানে আমিও পুড়েছি ভীষণ রোদের ঝরে,
কৈ ছুঁয়ে'ত দেখলে না ,কতটা পুরেছি বাষ্পে স্নানের ঘরে ।।

তুমি কি বিরক্ত করছো বলেছি কি তা তোমায়,
চলে যেতে চাইলে চলে যেও ,যদি প্রয়োজন আর না হয় ।।

কোন মন্তব্য নেই: