"ভালোবাসি " বলতেই কেমন ফ্যাকাসে হয়ে যায় ছবি গুলো...
তারপর দীর্ঘনিঃশ্বাস নিয়ে হারিয়ে যেতে থাকে
কথা ।
"প্রেমিক নাকি ধর্ষক ?" চোখে জিভে জল তার
ফাঁকা রাস্তা ,শেষট্রেন কিংবা নরম শরীর "থাবা.."।
বিচ্ছেদে তাই চুমুর সাহস আঁকি, ভুলে যাওয়া রোগ
পুরোনো কাগজের ঠোঙা সে এক বিপ্লবী'র বিক্ষোপ।
তুমি ভেবে নাও কাপুরুষ।একঘরে।হয়ে যাওয়ার খুন
ভীষণ ভয়ে আঁকড়ে ধরে রাখা যেতে পারে
ভিতর ভিতর শুধুই জ্বলে গেছে তার আগুন ..
সিরিজ #জুঁই(২১)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন