এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জুঁই(৫)





বিকেলের রোদ এসে ছুঁয়ে গেছে জানলার কাঁচ'এ
হঠাৎ ঘুম ভাঙ্গে।ছুঁয়ে দেওয়ার সেই রেওয়াজে।।

আমি ভীষণ মধ্যবিত্ত।চাল আনতে পান্তা ফুরায় না ঠিকই ,
"পরের দিন বাজার কি হবে?"এটাই রোজ বাঁচতে শেখি।।

রোজ ঘুম ভেঙে যায় হঠাৎই খামখা মাঝ রাতে,
আজও 'মা'জল খেয়েই ঘুমিয়েছে,ছিলনা কিছুই শেষ পাতে ।।

ঘুমের ওষুধও হার মানে,স্বপ্ন দিতে সকালের কোনো রোদ্দুর।
আমার পৃথিবীর "মন ভালো'র" ক্রাইসিস।হার মানেনি কেউ।মিছিল এগুক যদ্দুর।।

রোজ ভালোবাসে ,আবার রোজই অভিমানে,ভেঙে ফেলে সব।
রোজই মদ খেয়ে বাড়ি ফেরে কেউ,রোজই আড্ডা দিয়ে যায় ,কৃষ্ণ ,যিশু মোহাম্মদ ।।

কোন মন্তব্য নেই: