এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

জুঁই(৬)



সেকোনো এক ভীষণ অসুখে ,এখন কবিতারা শুধুই মৃত ,
কে ভুলে ,কেন ছুঁলে?পেন্সিলও বুঝি তাকে জানত ...।।

ভীষণ কঠিন আমিও,শীতের তীব্রতায়,শীতঘুমে ।
রাতের তারায় স্বপ্ন বেচা।ঘুম ভেঙেছে নিঝুম দুপুরে ।।

কোন সেআস্পর্ধায় তোমায় রোজ ছুঁয়ে দেখি আমি।
কোন সেগল্পে নায়িকা হও ফের? কে তুমি ?

হিসেব না হয় হবে।বিকেল কুড়োছে গৌধূলি রং...
বালির উপর পা দিয়েছে কেউ,নদীও ভাবেনি মিশেছে সাগর সঙ্গম...।।

কোন মন্তব্য নেই: