এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

তবুও প্রেম


কিছু মিঠে রোদে ভিজেছে সে,ভীষণ মন খারাপে।
আমাদের না হওয়া সে প্রেম,বৃষ্টি'ই আজও জ্বর মাপে ।।

নিউজ হয়নি সব কথা ,আদরে রাখে তাদের বহু যত্নে।
নিরবতায় বাড়ে রাত ,অভিমানে।তবুও বৃষ্টি চেয়েছে, মেঘহীন শ্রাবণে ।।

আজকাল পোশাকি  ভালোবাসা জাকিয়ে বসে,চুপটি বাস টার্মিনাস,
দেশ বিক্রি গেছে কবেই। ভোট ব্যাংকে জমা সাম্প্রদায়িক দাঙ্গা। পাবলিক খায় বাঁশ ।।

 
রোজ ধর্ষিত হয় কেউ না কেউ ,নিউজ হয় না ।
ধর্ম আর প্রসাশন ল্যাংটো নাচে বাঈজী খানায় ।।

শিশুটি হয়তো পাচার হবে আজ রাতে।তবুও সিদ্ধ হবে ডাল ভাত ।
ঝড় উঠুক,মাঝি তবুও ফেলবে জাল ,দাম নেই তবুও হবে চাষ আবাদ ।।

এই ভাবেই বদলে যাওয়াকে নিতে হবে মেনে,
ব্রেক আপ হবেই ,তাই বলে কি প্রেম যাবে থেমে ??


কোন মন্তব্য নেই: