এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

নীরব অভিমান

#নীরব_অভিমান
****************
                  ©জ্যোতির্ময় রায়

কিছু কিছু কথা বৃষ্টিতে ভিজে
মিছে মিছে ব্যাথা হয় নিজে নিজে l
স্বপ্ন যখন গল্প শোনায় ,
তোমায় কাছে ডাকে
না বলা কথা জমে থাকে
 উড়ো  চিঠির খামে l
কিছু কিছু ধোঁয়া জমতে থাকে মনে
জমে থাকা ধূলো উড়ে এলোমেলো
এক পশলা বৃষ্টি ...ভেজায় নীরব অভিমানে l

" আকাশ যখন গাইবে বলে
        বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও
        দেখায় অভিমান l
আকাশ যখন ফিরতি পথে
        মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি পাঠায়
                 বহুদূর l "
স্বপ্ন পরে ভেঙ্গে ...মায়ার ছবি আঁকে হৃদয় তখন একলা হাটে টাঙ্গন নদীর বাঁকে l
ঝরে পরে ফুল ....
  অজানা কিছু ছোট্টো ভুলে
তখন ধূলো জমতে থাকে অবুঝ এই  মনে
 গাইতে গিয়ে গিটার হারিয়ে ফেলে সুর
বোঝার আগেই যাও যে চলে
 আমায় ছেড়ে বহুদূর
                 নীরব অভিমানে  l l

কোন মন্তব্য নেই: