এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

আচর

সেবার ঝিনুক কুড়োতে কুড়োতে
একটা বালির রেখায় পেরিয়ে যাই। আস্ত একটা পৃথিবীর মানচিত্র হয়ে কাঁটাতার বসানো ছোবল ।।

তারা মাছের মৃত দেহ তখন সুবজ আভায়
পা পরে ,বিঁধে যায় পা কাঁটায় কাঁটায় ।।

আমি স্রোত হই
তোমাকে ভিজিয়ে রাখি জিভের জলে ।।
 তুমি ভালোবাসো বলেই
তোমায় ছুঁয়ে আছড়ে পরি সানবাঁধানো পাথরে ।।

©জ্যোতির্ময় রায়

কোন মন্তব্য নেই: