এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

নাও অস্ত্র তুলে এবার


##
সেদিন একা বাস স্টপে ,কিংবা নির্জন গলিতে
সেই মেয়েটি পেলো উপমা "ধর্ষিতা "।
সেই দিন সেই মেয়েটা গায়ে আগুন দিল
পণের টাকা দেওয়ার মতো আর কিছু ছিলো না ॥
সেই দিন মেয়েটা বিক্রি হলো হাজার টাকায়
দু বেলা দু মুটো ভাত খাবে বলে ছিলো না  ।
সেই দিন সেই মেয়েটা গলায় দড়ি দিল
সর্বস্ব নিয়ে গেছে প্রেমিক তার ,করেছে প্রতারণা ॥
সেই  সেই দিন মেয়েটি শরীর বিকোয় 
উপাধি পেলো সমাজের কাছে "বেশ্যা "।
হাসপাতালে তার লোনগ্রস্ত স্বামী এখন "কোমায়"॥
সেই দিন সেই মেয়েটির মুখ পুড়লো অ্যাসিডে
সেদিন সে প্রতিবাদ করেছিলো ইভটিজিং এ ।।
সেই দিন সেই মেয়েটির "আরো পড়বে " ইচ্ছেটার মৃত্যু হলো
বড় পাপ যে তার জন্মেছে মেয়ে হয়ে বলে ॥

##
আর কতো দিন ... এভাবে কাটবে সময়
আর কতো দিন দশভুজা রইবে মূর্তিময়  ?
আর কত নীরবে অশ্রু ঝড়বে মা তোমার গোপনে ?
আর কত আধ পেট খেয়ে থাকবে হাসি মুখে ?
এবার নাও তুলে হাতে অস্ত্র ,ছিনিয়ে নাও অধিকার ।
ছিঁড়ে দাও তোমার বাঁধন ,ভেঙে দাও সমাজের খাঁচা এবার ॥

কোন মন্তব্য নেই: