এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

হে বীর



তুমি জানো তোমার মাঝেও
রক্ত আছে ?আর সেটা লাল
তুমি কি জানো তোমার মাঝেও সেই
ক্ষমতা আছে বিশ্ব জয় করার ?
এই তো কদিন হলো তুমি
তাড়িয়ে ছিলে ইংরেজ
রক্ত সেদিনও ছিল
আজও আছে
শুধু রক্তের মধ্যে সেই ত্যাজ্ টা নাই
আজ তুমি মিছিল দেখলে বলো
বেকার সময় নষ্ট
অথচ সেই মিছিলেই  হয়তো তুমি
দিয়েছিলে প্রাণ
ফাটিয়ে ছিলে গলা
দিয়ে স্লোগান
আজ দেখ তোমার দেশে
মা বোনের চোখে জল
হিংস্র পশুর মতো ছিঁড়ে খেয়েও
দিব্যি ঘুরে বেড়ায় আজ
পায় না অপরাধীরা শাস্তির ফল
কৃষকের রক্ত চুষে খায়
শ্রমিকের হাঁড় আরো চায়
হে বীর তুমি আজ কোথায় ?

রাস্তায় আজও মাতৃ হারা
শিশুর কান্না
আজও অনেক গ্রাম আছে
হয়না যেখানে দুবেলা
টিক ভাবে রান্না
ভোট সময় আসে কত জন
শহর থেকে ছুটে
ভোট হয়ে গেলে আবার সেই
গ্রামের  অন্ধকারই জোটে

আজও  মিছিল হয় ,আজও রক্ত ঝরে সাধারন মানুষের
স্লোগান আজও দেওয়া হয়
কিন্তু পরিবর্তন আর হয় না

হে বীর তোমার রক্তে আছে
সে ত্যেজ ...আছে সুভাষের
রক্ত ..তুমি জেগে উঠো তাই
মেদিনী কাঁপাতে
তোমার মা বোন কে বাঁচাতে
আগ্নেয়গিরির মতো
যদি না কাপুরুষ হও .......


অচেনা পথিক
23/12/15

কোন মন্তব্য নেই: