(রাজবংশী ভাষা ,টাঙ্গন নোদিৰ বাঁকে বাঁকে )
নোদিৰ বাঁক ধৰি যাইতে যাইতে
যেন্না সূর্য গিছে ডুবি ,কয়েকটা
সপনের ঠিকানা তখন চাঁদ ছুঁইয়া যায় ।।
এদিকত সময়েৰ হাতছানিত জীবন
চলে টলমল । হাড়ায়া হা হুতাশ ,
কাপড় ভিজাইল কতটা জল ।।
মোর শহর তখন ঘুমের দেশত
সখি তোকে হাতরায় ।
এলায় আসি এলায় হারাইস
মায়াবী ছলনায় ,তাহঃ কিন্তুক
সীমানা বৰাবৰ দুইটা দেশতে
একটায় আকাশে তারা গুনে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন