পড়ন্ত বেলা তখন ।
সিঁদুরে মেঘের আড়ালে সূর্য যাচ্ছে পাটে
দু এক ফোঁটা শিশির ভিজিয়েছে পা
শরীরে তখন অন্য পৃথিবী ।।
হাজার স্কোয়ার ফিটে স্বপ্নের বাড়ি
দশ বাই দশের ঘর ,
চেনা অথচ অচেনা রাজপথে
লালসি জিভ আর কান্না ।।
স্বপ্নগুলো সস্তায় বিকিয়ে গেছে
ঘরের খোঁজে ,সময়কে ফাঁকি দেওয়ার
অস্পর্দা ।মিটার স্কেলে গলন্ত চিবুকে
তখন ঘুম ঘুম অভিনয় "বেশ ভালো আছি " ।।
তারপর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে
সাবেকি চাওয়া পাওয়া ।
ঠোঁটের উষ্ণতা মাপে
লোমকূপের ঘাম ঘাম স্তুতি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন