এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

সামনে আরও সামনে



এরপরও কিছু বাকি আছে ,এরপরও
শব্দমালা ..ঠিক হারায় ।
ছায়াপথ ..বলোতো তোমার শেষ কোথায় ?
মেঘের আড়ালেও সূর্য্য উঠে মনে রেখো
হয়তো চাঁদ নেই ,হয়তো আজ অমবস্যা
তো ..জলকাঁদা রাস্তায় কি থেমে গেছে পা দুটো?
জীবন মানেই তো চলা
নদীও বয়ে চলেছে ঠিক তেমনি ।
সাহারার বুকে মিশর সভ্যতা।
অতীত থেকে বর্তমানে ,তার পর ভবিষ্যৎ
আবর্তনশীল ..স্বপ্ন দেখি ,স্বপ্ন ভাঙ্গে আবার
নতুন স্বপ্নে বাঁচা ..এগিয়ে চলা, সামনে আরও সামনে ।
অমব্যসায় চাঁদ নেই  তো কি হয়েছে ?
অন্ধকারই তো আলোর অস্তিত্বকে প্রকাশ করে।।

কোন মন্তব্য নেই: