এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

ভীষণ প্রিয়

#ভীষণ_প্রিয়
   **********
                  জ্যোতির্ময় রায়

মনে মনে আজও তোমায় মনে পরে
ভাষা গুলি কবে জানি গেছে মরে
এই জেলখানা জুড়ে
পুরনো ক্যানভাসে ..আধখানা ছবি
শূণ্য ঝুলে আছে ..l
ভুলে গেছো জানি ..আমাকে তুমি
ঝরে গেছে পাতা গল্প খাতায়
কল্পনারা তবুও রূপকথা শোনায়
তোমার ঠোঁট দুটির ..আলতো ছোঁয়ায়
আজও কি বাজে বাঁশি নকশীকাঁথায়?
ভাঙ্গা আয়নায় ....মুখটা দেখে নিয়ো
মনে একটুও পরে কে ছিল
তোমার ভীষণ প্রিয় ?

ডানা গেছে খসে হালকা বাতাসে
ঘর বাঁধা পাখি আজও কি বসে আছে ?
কালো মেঘে আজ ভালোবাসা উড়ে
সাদা বক ওই যায় ভেসে দূরে
আমার এই মনে কথা জমে আছে
মাঝ রাতে কি এখনো রিংটোন বাজে ?
ভালোবাস আছে ..কথা শুধু নেই
ভুলে গান কবে যেন সুর ..
তুমি আমি আজ হয়ে গেছি বহুদূর l
ভাঙ্গা আয়না ...মুখ দেখে নিয়ো
মনে কি পরে কে ছিল
 তোমার ভীষণ প্রিয় ?

কোন মন্তব্য নেই: