এবার আমি তাল গাছ হবো
আকাশে মাথা উঁচু ।
শহর সাজবে আলোয় আলোয়
আমিও স্বপ্ন বিক্রি করবো সস্তায় কিছু ।।
এবার আমি হিমালয় হবো
মেঘ ছুঁয়ে রোজ,
বিজ্ঞাপনে মুখ ঢাকবো না আর
এবার শুধু নিজের নিজেকে খোঁজ ।।
এবার আমি "আমি'ই" হবো শুধু
তোমার শহরে শুধু রাখবো চোখ।
সীমানায় প্রাচীর থাক ,ওভাবেই,
এবার আমি নীরব শুধু ,নেই কোনো বিক্ষোপ ।।
এবার আমি আরও একটু চাইবো তোমায়
নিখোঁজ হওয়া গল্প কথায় ।
শ্বেত পাথরে স্বপ্নবাড়ি
আমার বিচে খোলা যখন ইচ্ছে করো পায়চারি ।।
এবার আমিও ইথার মাখাবো কথায়
বুঝে নিও সংকেতে
রাত্রি ক্লান্ত জঠরের ছায়ায়
ভালোবাসবো ঠিকই ,গা ভেজানো রোদে ।।
(০১/০১/১৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন