এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

জীবনাঙ্ক



                @জ্যোতির্ময় রায়

##
ছক কাঁটা সমীকরণে  উত্তর মেলেনি কারো
দিগন্তে সূর্য্য ডুবে গেছে
চোশমার আড়ালে খোঁজে গোধূলির আলো ।।
কাটাকুটি খেলায় বাদ দেবার কঠিন হিসাবে
স্বপ্নরা অর্ধমৃত ।।

##
ভালোবাসার চাওয়া পাওয়ার হিসেবে
জীতে নেওয়া মন ..
দূর থেকে আরো দূরে চলে গেছে
বুঝতে পারেনি কেউ ,নিকোটিনে
পুড়েছে কখন ।।

##

সহজ সরল গণিতে গুন আর ভাগ
যোগ বিয়োগে ..চলে যাচ্ছে সময়
ব্যস্ত তুমিও নদীর মতো
না বলা কথার পাহাড়ে জমেছে যন্ত্রনার  বালুচর
চোখের সামনেই প্রশ্ন জাগে
আপন কে ছিল তোমার ?কে হলো পর ?

##
জটিল রাশিতে আবার জ্যামেতিক পরিমাপ
অতীত থেকে স্মৃতি টেনে ,ভবিষ্যতের করছো হিসাব।
নিজের কাছেই প্রশ্ন করছো ,খুঁজছো উত্তর
মিলছে না অঙ্ক তবুও ,অনেক কাঁটাকাটিরও পর ।।

##
 জটিল রাশিটাকে করে নাও সহজ
উৎপাদকে বিশ্লেষণ হোক কষ্ট গুলোকে সব
বর্তমানকে ভালোবাসতে শেখো
             এটাই যে বাস্তব ।।

কোন মন্তব্য নেই: