কিছুটা বৃষ্টি'র মতোই ভিজিয়ে যাওয়া উঠোন।
হঠাৎ জলছবিতে গোলাপ শুকায়।মন কেমন ।।
জন্মদাগ নেই কোনো তার ,ভালোবাসা পেতে
হাওয়ায় উড়ছে কথা।দেওয়ালে কান পাতা,শুনে নিতে।।
টুপটাপ পিয়ানোয় আঙুলে ছুঁয়ে দেওয়া সুরে,
বাহানা খুঁজে চোরা ঈশারাকে।বহুদূর থেকে দূরে।।
রাতের শহরে জোনাকি'রাও খুঁজে ফেরে ঠিকানা।
ঝাপসা আলোয় মুখ দেখেও "সে'ত"চেনা যায় না ।।
প্রতীক্ষা'রা সময় গুণে বিজ্ঞাপন হবার ,
চারদেয়ালে স্বপ্ন বন্দি ,অজুহাতে ফেরার ,বারবার ।।
চশমা গুলো রোদ পুড়ালো সস্তার কিছু রোদ্দুরে
কারণ ছাড়াই ,ভালোলাগা ,ভালোবাসা ।ফের ঘুম দুপুরের ।।
(২৫/০২/১৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন