©জ্যোতির্ময় রায়
আরো একটু আগুন ছুঁয়ে গেছে ঠোঁট ,
সেহিসাব মেলেনি আর ,সিঁড়িতে উঠতে হোঁচট ।।
তারপর পুড়েছে সিগারেট ক্লান্তিহীন চোখে ,
পা টিপে টিপে চলা হল শুরু অন্ধকারকে দেখে।।
কাঁটাতার গুলো বেওয়ারিশ গল্প লিখেছে অন্যকোনো ডাকনাম''এ,
"মুখচোরা ,আমিও জানি চোখ ফিরিয়ে নিতে ।।"
যে ইটপাথরে এঁকেছি সস্তার স্বপ্নগুলোর ঘর ,
"তোকে'ই" দিলাম এই আলোর মাঝে কাঁপতে থাকা শহর।।
না'হয় হলাম পরিযায়ী ,আরও একটু অচেনা,
আমি সেথায় হারালাম ,ভুল করে আর খুঁজো না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন