এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

লিখেছি তোমার নাম

#লিখেছি_তোমার_নাম

©জ্যোতির্ময় রায়

কয়েকটা ঝিনুক এঁকে বেঁকে রেখে গেছে পদচিন্হ ।
শামুকের খোলসে প্রান্তর ছুঁয়ে গেছে বালির দাগে ,
ফেনায় ফেনায় চকমকি ,চাঁদের কলঙ্ক মুছে গিয়ে
একটি জোনাজ , শুকতারও দিচ্ছে উঁকি ....।।

যে নাম লিখছি আমার তীরে, ঢেউ বলে দেয় অবস্থান
কোন দ্রাঘিমাংশে জলে শব্দের কবিতা জেগে উঠে ।।

দু একটা নুড়ি দিয়ে যদি স্বপ্ন কিনে দূরত্ব মাপি
রিখটার স্কেলে ,আমার পৃথিবী তখন চাঁদ মাখা
মানচিত্র হয়ে আরশি নগর আঁকে ।

নিউজ তখন হাইলাইট ,আছড়ে পড়েছে ঢেউ
আমার তীরে গোলাপী তরঙ্গে,সাপোর্টবক্সে পুরোনো চিঠি,
হয়তো কাছে ডাকছে তোমায় কেউ ।।

কোন মন্তব্য নেই: