সেদিনের মতোই আজও আঙুলের
ফাঁকে ফাঁকে গুনছি সময় ।
জানালায় নষ্ট রোদের ছোঁয়াচে গন্ধ ।
বুকের উপর দুমুখো সাপের নিষেক।
উপোসি হায়না তখন নিরামিষ শরীরে
ঘাম মুছে ।কৈ জলেও গন্ধ নেই'ত ।।
আমার কবিতারা মরতে থাকে
আগুনে পুড়ে গেছে ভিতর ।
"ভালোবাসি" বলতেই ডিস্টেন্সমেন্টেন এখন ।
আসলে সব শুয়ো পোকা প্রজাপতি না
শাড়ির সুতোয় বেঁধে রাখা "মন কেমন "।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন