এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

কবিতার কাছাকাছি


রাত্রি যত নামতে থাকে
ঘণীভূত হয় ঘুমহীন চোখ ।
তারপর আমিও পাহারাদার লন্ঠনে ...

উপোসি শরীর তখন নিরামিষ
চুমু খেতে পর্নহাবে প্রেম খোঁজে।
পেয়েছে কি তবে ? না ফেরানোর নামে ??

এদিকে রাজপথে প্রকাশ্যে মুখোশ বিক্রি
হচ্ছে সস্তায় ।কবিদের মৃত দেহ পুড়েছে
যোনিতে আগুন জ্বেলে রাখা ।

আসলে ভিতরে পুড়েছে সবাই।
মন পালিয়ে "সেও" একা
"শোক ভুলতে কবিতার কাছাকাছি থাকা"।।

কোন মন্তব্য নেই: