এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

আমি ২০৩০ বলছি



               

হেমন্তের শিশির ভেজা দূর্বা ঘাসের মাথায়
যে শিশির কনা ..পায়ে সুরসুরি দেয়
যে সকাল ..খেজুর রসের সকাল
দেখো ঠিক আর কয়েকটা দিন পড়েই
হাড় কাঁপানো শীতের সকালে আগুনে হাত পা
সেঁকে নেবে ..বাড়ির সবাই ও সঙ্গে গল্পের আসরে
হঠাৎ বাজি ..তাল দিঘির জলে কনকনে ঠান্ডায়
একশো ডুবে একশো টাকা ।
কোনো না কোনো মহান বীর একশো কেনো দুশো
ডুব দিতেও রাজি ....।।

এখন

       বদলে গেছে ,সবটাই বদলে গেছে
সকালে যে ভলি বলের আসর জমত
যে আগুনে হাত পা গরম করত
নেই ... মানুষ এখন ডিজিট্যাল ।
কম্পিউটারের স্কিনেই সব ।
ফেবু আর ওয়াটঅ্যাপেই জমে আড্ডা
দূর্বা ঘাসের শিশির ..ছবিই দেখে সব ।

কোন মন্তব্য নেই: