এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৬ মার্চ, ২০১৯

রক্তে রাঙ্গা সেই সকাল : জ্যোতির্ময়



আচ্ছা সকালটা যদি অন্য রকম
হতো ,সূর্য্য যদি পূর্বে না উঠে
পশ্চিমে উঠত ......কেমন হতো ?
যদি দিনের বেলায় চাঁদ দেখা
যেতপূর্ণিমায় ......

ভাবছ নিশ্চই .."পাগোল  "
আরে না না ..এটা পাগলামি নয়
একদম সত্যি বাস্তবতা ...
আমরা প্রতিদিন কত কথাই না বলি
কখনো বা বিদ্রোহী কলম চালাই
বদলানোর ....পরিবর্ত্ণের
কৃষকেরা সিনেমার হিরো হয়
আমাদের রক্ত লেখায় ...অথবা
মিছিলে ...স্লোগানে ..
বস্তির অন্ধকারে আলো জ্বালাবো
বলে হাহাকার করি কবিতার খাতায়
কিংবা ভোটের আগে
প্রতিশ্রুতি টা তো কমন ব্যাপার
"কই বদলায় কি কখনো ??"

কত মিছিল হয় ,পার্টিতে পার্টিতে
লড়াই হয় ...ক্ষমতার
বদলাবে বলে
কিন্তু বদলায় নাহ্
আজও পথের ধারে কিংবা
স্টেশনে্  কতো
পথ শিশু ...একটু ভাত খাবে
বলে ভিক্ষে চায় ...
এখনও গ্রামের কতো যায়গায়
শুধু সবুজ ঘেরা অন্ধকার ..
চা বাগানে না খেতে পেয়ে মরে
কত শিশু .....
অথচ আমরাই তাদের নিয়ে
করি বাড়াবাড়ি ...নামি আন্দোলনে
কিছু লাভ হয় কি ?

তাই সেই সকালটার কথা বলছি
যেদিন সত্যি করে সূর্য্য উঠবে
রক্তে লাল হয়ে
যেদিন বস্তির অলি গলি তে জ্বলবে
আলো,যেদিন একটু পেট ভরে
ভাত খাবে পথ শিশু
যেদিন সত্যি কৃষক ,দিন মজুর
হবে হিরো ......
যা পশ্চিমে সূর্য্য উঠার সামিল ....

অচেনা পথিক
29/12/15

কোন মন্তব্য নেই: