এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৬ মার্চ, ২০১৯

আহ্বান: জ্যোতির্ময়


     

হে তরুণ বলো তুমি কি
পারবে রক্ত দিতে ?
পারবে হয়ে আগুয়ান
পাহাড় ডিঙ্গিয়ে  হিমালয়ে উঠিতে ?
পারবে কি হাঁড় হীম করা
শীতেও আগ্নেয় অস্ত্র নিয়ে
ছুটতে বনে ,পাহাড়ে ....রক্ষা করতে
তোমার জন্মভূমি কে
পারবে কি ?
সাইক্লোন মাঝে বয়ে নিয়ে
যেতে তোমার জাহাজ খানি

আজ এই দুর্দিনে ....মা যে মোদের
ডাকে ....তার দুচোখে যে
গোপনে অশ্রু ঝড়ে ......আজও
আজও সে নর্তকী বেশে ..নাচে
নেতাদের বাঈজী বারি
খাবলে খাবলে ছিঁড়ে খায় তাকে
আবার দেখো ...হিংস্র দানব ..
সন্ত্রাসবাদী ..মায়ের শরীরের 
রক্ত বন্যা চায়
কেন ?
রক্তও ঝড়ে কতো .....

সেই তো কদিন আগে তোমারই
রক্তে ..তোমারই মিছিলের
স্লোগানে .....ঘুচিয়ে ছিলে মায়ের
জ্বালা ....রক্ত দিয়ে এনেছিলে
স্বাধীনতা ....পেয়েছি কি ?
হ্যাঁ পেয়েছি ....শুধু যন্ত্রণা
বুক ছিঁড়ে করেছে দু ভাগ ?
এসেছে ভাই এ ভাই এ বিবাদ
ঝড়ছে আজও রক্ত
পেয়েছি বস্তির অলিগলিতে
 অন্ধকার ...কৃষকের ঘরে
অন্নহীনতার যন্ত্রণা ?
কিংবা এও পেয়েছি
শ্রমিকের আর্দণা্দ ....আজও
কিংবা  স্টেশনে ভুখা শিশুর ...
সেই কালো হাত ভিক্ষের ...
শুধু ভাত খাবে বলে

এতো কিছু পেয়ে
তাই আজ মা তোমায় দিতে চায়
তার পাওয়া ....তোমার রক্তে
লিখে দিতে মায়ের ..একটু
সুখ  চাওয়া....পারবে না দিতে
তোমার মা যদি চায় ?

নাকি তুমি আজ ব্যস্ত কম্পিটিশনে ?
নাকি ক্লান্ত তোমার বাহুদ্বয় ...
আজ উঠো জেগে সূর্য্যের মতো
নিয়ে তেজ ..রক্তে আসুক সুনামির
মতো ডেউ ....সাইক্লোন নিয়ে
নিয়ে এসে ভাঙ্গিয়া ছুঁড়িয়া দাও
সব ....গড়িতে নতুন বিশ্ব
তুমি রুদ্র হইয়া ..করো ত্রাস
ওই বহিরাগত সন্ত্রাস

বলো পারবে না তোমার মায়ের
ডাকে সারা দিয়ে ...মুছিয়ে দিতে
অশ্রু .....পারবে না তোমার বোনের
ইজ্জত বাঁচতে ...সমাজের দুষ্ট
দানবদের হাত থেকে......
আজ তোমাকেই ডাকে ...চেয়ে
দেখো ...মা  ..
অশ্রু ফেলিয়া ফেলিয়া
নর্তকীর বেশে ....
তুমি শুধু আগুন লইয়া ....গর্জিয়া
উঠো ...হাইড্রোজেন বোমার মতো l

                        অচেনা পথিক
                        09/01/26

কোন মন্তব্য নেই: