এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১১ মে, ২০১৯

রাত



নিঃস্তব্ধ প্রান্তর ...শূন্যতা ঘিরে রাখা চোখ ,
আমার শরীরে  কংক্রিট ক্রাশ ,বাঁশ ,পাছায় ...
ওরা রক্ত মাংস খাবে ,নরম শরীরে থাবায় ।।

পারদের উচ্চতা মাপে ,লিঙ্গের আভিজাত্য
ওটা ধর্ম-বিজ্ঞানের নীতি ,রাজপথে তরুণী নিহত...।।

পৃথিবীর প্রলয়  নামে ঘড়ির কাঁটায়
তোমারও যোনি'ত আগুন-ফাগুনে
 মুখেশের ভিতর মুখ রেখে চেঁটে পুটে খায় ।।

রাত নামুক তবে ,আলোআঁধারি
আমি ল্যাম্পপোস্টময় যন্ত্রণা ছাড়াই
মৌথুনে বীর্য বিকিয়েছে সংসারী ।।

কোন মন্তব্য নেই: