এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৫ মে, ২০১৯

মুখোশ



মিষ্টি কথার মন গোলে যায় ,মধুতে ভরা মুখ ,
অনেক কাছের ,অনেক আপন ,স্বার্থ চেনায়  রূপ ॥
মন খারাপের দিনে ,সুখের বিজ্ঞাপন ,
হাসি হাসি মুখটি করে কথা থাকে গোপন ॥ 
বিশ্বাস আজ সোনার পাথর বাটি পৃথিবীর মানচিত্রে ,
ভরসা করেছ যাকে ,সেই তোমার ধ্বংসের ছবি আঁকে নিভৃতে ॥
রঙ মঞ্চে নাটকের পর  নাটক হয় ,নানান অজুহাত ,
তোমার নাম লিস্টে উঠে ,মুখোশ পর না ,তাই বাদ  ।।
দুনিয়াতে কত কি আছে ,তবুও একাকীত্বের রোগ
হিসাব খাতায় গন্ডগোল ,মিলছে না যোগ বিয়োগ ॥
ভালোবাসা ,প্রতি শ্রুতি ,শপথ দেখলাম কত
চাওয়া পাওয়ার হিসেব এলে ,প্রেম বিগত  ॥
তবুও কান্না ঢেকে প্রেমের গান গায় ,দুঃখ যদিও রয়
 বাঁচতে হলে করতেই হবে ,"ভালো থাকার "অভিনয় ॥

১৫/০৫/১৭

কোন মন্তব্য নেই: