হেঁটে চলেছে পথ ।প্রান্তর পেরিয়ে প্রান্তর ।
ফোস্কা পড়েছে ঠিকই ,হয়নি জ্বর ।।
পরিসংখ্যায় বলে নাকি দুশো কিলোমিটার ,
মিথ্যে হিসাব। ইতিহাস ঘেঁটে দেখো,যুগএর পর যুগ হিসাব নেই তার ।।
এদিকে বারো হাজার কোটি নিয়ে হওয়া নীরব মোদি।
Vidioconও গ্রাস করেছে পঁচিশ হাজার কোটি ।।
টাকার জোরে ভোট কিনেছে।নাকে তেল সরকার ।
পেয়াঁজ বিক্রি আগুন দামে ।শুধু তারা দাম পায়নি তার ।।
হাতে ঝান্ডা । কেনা পুলিশের ডান্ডা।সে...
ভাত পাইনি কো।তবুও হেঁটে চলা,অধিকার ছিনিয়ে নিতে ।।
আরও আগুন দিও ,আরও বারুদ কিংবা পরমাণু বোমা ।
মিছিল চলবে এভাবেই।রাস্তায় নেমে দেখুক রাজা তার কাপড় আছে কি'না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন