এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

অবসর



 (১৪/০৩/১৮)

দেশলাই জ্বালিয়ে দাও একটু'ই ।
সিগারেটেরও ক্লান্তি এসেছে
বিকেলের রোদে গা ভেঁজানো পোড়া গন্ধে ।।

আঙুলের ফাঁকে ফাঁকে সময়
আটকে রেখে পান্তা ভাতের সু-গন্ধি।
বেলার শেষের গান ছুঁয়ে দেখা দিগন্তে ।।

তোমার বাড়ির পথে যায়নি'কো আর,
বৃষ্টি চেয়েছে কথা'রাও ।
মাটি খুঁড়েছে মরণ শীত ঘুমে ।।

দুচোখে লালসি জিভ,
নরম শরীরে বাজারি চাহিদা।
নাহঃ, চায়নি'কো 'সে',ভিজেছে শুধুই ঘামে ।।

কোন মন্তব্য নেই: