এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১১ মার্চ, ২০১৯

আলো/অন্ধকার : জ্যোতির্ময়




এক্স=শূন্য/ইনফিনিটি ধরে

একটা ডোরাকাটা বাঘ ছালে ছোঁয়াচে রামধনু ।
ফানুস কিংবা চাঁদ ,অল্প দামের তরকারি ভাতে দুপুর ।
ল্যাম্পপোস্টে ইস্তেহার "সূর্য উঠবে বলে"
ল্যান্ড মাইনে পা রাখে সৈনিক ।
গলির মোড়ে দীপাই এখন রাতের রজনী গন্ধা ।
সস্তায় শরীর বেঁচে ,হায়নার আচর বুকে নিয়ে ।

বানভাসি এবার শহর থেকে গ্রাম ।
রাজনীতি কিংবা ধর্মীয় রীতিতে বিক্রি
ত্রাণশিবির ।আর নিউজ
"মেয়েটা ধর্ষিত কিংবা সমাজ বলে 'নষ্টা'।

আলোতে অন্ধকার ,আর অন্ধকারে আলো যেন
বিপ্রতীপ কোণের পরিমাপে
চুমুর ফারাক প্রেমীকি ফসিলস গুলো ।
এক্স তখন গতিপথ থেকে
 বেরিয়ে E=mc2 এর সূত্রে পরিপূরক ।।

কোন মন্তব্য নেই: