ওসব বাজারি কথার দিন শেষ হয়ে গেছে ।
আমারও কাঁপতে থাকা ঠোঁটে
শুয়ো পোকা,প্রজাপতি হয় ।।
আলুর খোঁসায় উচ্চ রক্তচাপ
মাপতে বারণ ছিল না তো
তুমি'ই বলেছিলে গল্প তবুও গল্প নয় ।।
দেখো , ওসব বাজারি কথায়
কান পেতে দেওয়াল লিখিনি আমি
শরীর কিন্তু টাকায় অনেক মেলে ।।
আমার বুকের উপর আস্ত দু-মুখো সাপ ।
জল জমেনি একটুও ,ধান খেতে
দেখলাম ,জানালা ভেঙে তুমিও গেলে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন