এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

দ্বিঘাত সমীকরণ :জ্যোতির্ময়



অঙ্ক ....জীবনের
সব সমাধান ক্রিটিক্যাল l
Answer গুলি স্বচ্ছ মুক্তোর মতো
এরিথম্যাটিক মিন (mean) নিয়ে পথ চলা l
নির্দিষ্টের মধ্যে নির্দিষ্টকে খুঁজে
বের করাই জীবনের লক্ষ্য l
তবুও ভুল হয় ...কমন নিতে
ভুলে যাই "দুঃখ অথবা সুখ বলো
সব তো আপেক্ষিক "l
দ্বিঘাত সমীকরণ যে ...
আমরা দুঃখের উত্তরটাকে প্রাধান্য দেই ,
তাই তো সুখটা চাপা পড়ে যায়
আর হা হুতাশ করি ...নিজেকে একা ভাবতে থাকি তখন
যদি সুখটাকে বেশী প্রাধান্য দিয়ে
দুঃখটাকে আবেশিত করি
তবে গ্রাফের(graph) নতিটা বদলে যায়
একটা নিদির্ষ্ট সমাধান থাকে l
তবুও ভুল করি
      উত্তর নিবার্চনে l
তখন পুরো ব্যপারটাই গোলমেলে হয়ে যায় l
মাথায় ঠিক ঢোকে না l
 সঠিক উত্তর দুর্বিষহ হয়
      জটিল রাশির আগমন
আর স্নায়বিক আঘাতে আক্রান্ত
        মনটা মুক্তি চায় ...
কিন্তু আবদ্ধ বাস্তবের দ্বিঘাত সমীকরণে ,
তাই কয়েক ফোঁটা অশ্রু ঝরে গোপনে l

কোন মন্তব্য নেই: