এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

প্রেম গাঁথা



লোকে কহে প্রেম অমৃত সুধা
পিপাসার্ত মনের ইহা মিটায় খুদা
প্রেমময় চারিদিক
,প্রেমময় সারাসংসার
যন্ত্রণায় ছট্ পটাইতে থাকে
প্রেম নাই যার
অনুভূতির অনুরেখা হায়
কহিব ক্যামনে ?
অঙ্গে অঙ্গে জড়াইলে প্রেম
কেমন হয় দেহ মনে
সেই প্রচীনে্ দেখ একবার চাহি
রাধা কেনো পারে নাই
থাকিতে কৃষ্ণকে না দেখি ?
আহা ক্যামনে কহিব
কিসের এই জ্বালা ?
মরিলেও যে কেহ পারে না
দুটি হৃদয় করিতে আলদা
কি ছিল সেই বাসুরীর টান হায়রে ?
শুনিয়া রাধা কেনো
থাকিতে নাই পারে ?
                           

                          (   সংক্ষিপ্ত )

অচেনা পথিক(04/01/10)

কোন মন্তব্য নেই: