এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

দেবাদিদেব মহাদেব: জ্যোতির্ময়



##
নিকোটিনে সভ্যতা পুড়ছে ।
ধোঁয়াশা রাস্তাটা নরকঙ্কাল।
ছাই ভষ্ম গায়ে মেখে উৎমাত হিমালয়ে
কিছু আঙ্গুল ফুলের মালা ।
ছিলিম হাতে মাথায় জট
আরো আগুন চাই ,আরো  চোখে আগুন
ধুতুরা ফুলে ভরে যাক ফাল্গুন ।।

##
"শিবের মতো বর চাই " তোমার আবদার ।
গায়ে আগুন দিল সদ্য বিয়ে হওয়া মেয়েটা
ধর্ষিত সেই মেয়টাও ,একা বাস্ট স্টপে ।
লাল শাড়িতে উপোস ছিল।

##
 বারুদের নয় ঘামের দাম চাই
মিছিলের মুখ গুলো রুক্ষ্ম ।
মুষ্টি বদ্ধ হাতে আগুন কই ?
দেবাদিদেব রুদ্র দেবের প্রতীক্ষা
গ্রীষ্মের তাপ দাহে চম্পা ফুটবে কবে ??

২৪/০২/১৭

কোন মন্তব্য নেই: