এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

মরচে :জ্যোতির্ময়



আরও একটু আগুনে পুড়িয়ে দিও মন ।
ধুলোবালির সংসারে ওসব বাড়তি ওজন
 ইস্তেহারে চেপে গেছে দেওয়ালের মুখ,সুখ
কমদামী স্বপ্নের চেয়েও দু মুঠো ভাতের চাহিদায় ।।

তোমার ওষ্ঠে যে ভূমিকম্পে পারদও
বুঝে নেয় যোনি'ত চাহিদার স্লোপ ।
সেগুলো মিথ্যে। আমার ঘাম চেনে শুধুই ভিতরের উষ্ণতা ।।

এর থেকে শুরু হোক বিশ্বযুদ্ধ । আগুনে পুড়বে
বানানো কথার কারুকার্য ।অনুভূতি মাপবে
  ভিটে ,কোন আকাশে বৃষ্টি হয়ে গেছে ভালোলাগার বাহানা ।।

আমি মরার আগে মরবো ফের ।
যৌনতার নতিতে প্রেমকে পরকীয়া বিশেষণে নয়
 কিছু রক্ত মুখী গোলাপের পবিত্রতায় আচর কেটে ।।

কোন মন্তব্য নেই: