এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

কাগজ :জ্যোতির্ময়

এবং ফাঁদ পাতা আছে ...।
তুমি যে পথে হেঁটেছিলে
সে পথে শেষান্তে হয়তো মরুদ্যান।
"স্বপ্ন ভেঙে গেছে তারপর " ।।

লাল লাল আবিরে দোল খেলা,
জানালায় তখন আলোর উঁকি
সাদা কাগজে হিসেব'এ কাটাকুটি
তুমি জিতবে ভেবেছিলে ,কিন্তু ভেলকিবাজি ।।

বোকা বোকা চোখে তখন স্বপ্নের দাবি ,
"ভালোবাসি" মিথ্যে ? নাকি শরীর সব'ই ।
আলো নিভে আসে এরপর ,মৃত আত্মরা গল্প লেখে
"ভুল! ,সব'ই কি ভুল ? নাকি "কার্ভা দেল ডায়াবলো"।।


কোন মন্তব্য নেই: