এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

প্রস্তুতি:জ্যোতির্ময়

পুরোনো লেখা



##
বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ?
প্রশ্নটা চিরকালের ..বইয়ে পাতায় প্রবন্ধ ,
হাতের মুঠোয় বন্ধি আজ বিশ্ববহ্মান্ড।।
গাছ লাগান প্রাণ বাঁচান পোস্টারে বৃক্ষ ফসিলস্ ।

##
বারুদের পোড়া গন্ধটা পাচ্ছ কি ?
অহেতুক মিছিল আর হরতালে সভ্যতার লাশ ।
বিরোধীদের কাজ তো ঠিকটাকেও  ভুল করা।
আর নিউজ পেপার গুলো এক শব্দে বস্তাপচা মহাকাব্য ।।
রক্তের যে উষ্ণতাটা ছিল আজ নেই
 জমাট বেঁধে গেছে তরুনের রক্ত ।।

##
প্রস্তুত হও ..
প্রস্তুত হও আবার
 নিকোটিনে অনেকটা কেটে গেছে দিন ।
আর একটা বিশ্বযুদ্ধের হাওয়া বইছে ।
রক্তিম প্রভাতে সূর্য্যের আলোক রশ্মীতেও
যুদ্ধাগমনী গান ।
লাশের মিছিলে ঝলসানো রুটিও জুড়াবে প্রাণ।।

##
পারমানবিক শক্তিতে ক্ষমতা 
রোবোটি যুদ্ধ জাহাজে উড়ছে ধ্বংস পতাকা ।
সুপার পাওয়ার বেশী আছে কার
তারই পর্দশন ।
টেকনোলজিটা নাকি চরম সীমায়
       সামনে সভ্যতার পতন ।।

কোন মন্তব্য নেই: